কক্সবাজারে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

নিউজ রুম / ২০ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। একটু বৃষ্টির পানির জন্য হাহাকার চারপাশ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে এবার পর্যটন নগরী কক্সবাজারে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছে শত শত মুসল্লি ৷
বৃহস্পতিবার সকালে শহরের ঐতিহ্যবাহী হাশেমিয়া কামিল মাদ্রাসার মাঠে এ ইসতিসকার নামাজ আদায় করা হয়।
উক্ত ইসতিসকার নামাজে ইমামতি করেন শহরের বাইতুল মোয়াজ্জেম জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হুদা।
চলমান প্রচণ্ড তাপ প্রবাহের কারণে অতিষ্ঠ মানুষ।  সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের জন্য নামাজ শেষে দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে কান্নাকাটি করেন।
দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখিসহ সবাই খুব কষ্টে আছে। এজন্য তারা বৃষ্টির আশায় নামাজ পড়েছেন।
প্রিয়নবী (সা.) এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইসতিসকার তথা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করতেন বলে জানালেন মুসল্লিরা।


আরো বিভিন্ন বিভাগের খবর