মোটর সাইকেল প্রতীকের প্রার্থী নুরুল আবছারের ব্যাপক গনসংযোগ

নিউজ রুম / ১৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

৮ই মে বুধবার অনুষ্ঠিতব্য কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, কক্সবাজার পৌরসভার চারবার নির্বাচিত সফল চেয়ারম্যান, জনবান্ধব নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারের (মোটর সাইকেল প্রতীক) সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার খুরুশকুল ইউনিয়নের টাইমবাজার ও বঙ্গবন্ধু বাজার, কক্সবাজার পৌরসভার গোলদিঘীপাড় পেশকারপাড়ায় পথসভাগুলো অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাপক মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। নুুরল আবছার যেদিকে গনসংযোগে যাচ্ছেন সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছেন। পথসভাগুলোতে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, কাউন্সিলর রাজ বিহারী দাশ, সাবেক কাউন্সিলর উদয় শংকর পাল মিঠু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়া নুরুল আবছার খুরুশকুল ইউনিয়নের ঘরে ঘরে গণসংযোগ করেন। সেখানে জানাযায় অংশগ্রহণ করেন তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর