শিরোনাম :
পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে- টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পেকুয়া থানার নতুন ওসি মোস্তাফা’র যোগদান নারী-পুরুষ সমতা বিষয়ে শিশুদের সচেতন করতে কক্সবাজারে আরডিআরএস বাংলাদেশের নতুন প্রকল্প মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা। -মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা কক্সবাজারে দ্বিতীয় দিনের মতো বন্ধ চিকিৎসা সেবা : রোগি শূণ্য হাসপাতাল # চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা; গ্রেপ্তার ২ কক্সবাজারে প্রবল বর্ষণ অব‍্যাহত উখিয়ায় ককটেল মৌলভীর সাম্রাজ্যে বনবিভাগের থাবা, বনের জমি উদ্ধার বিভাজনের রাজনীতিতে পা দিলে রাস্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না–সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারীদের নিয়ে “নারী সম্মেলন”

পেকুয়া উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ২ প্রার্থী

নিউজ রুম / ২৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন

পেকুয়া প্রতিনিধি;

আসন্ন কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট ও ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন।

গত কালও দিনভর বিরতিহীন নির্বাচনী প্রচারনায় এ দুপ্রার্থী উপজেলার বিভিন্ন ইউনিয়নে চষে বেড়িয়েছেন।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ্’র উপস্থিতিতে এসময় বক্তব্য রাখেন,চেয়ারম্যান প্রার্থী যুবদল সভাপতি কামরান জাদিদ মুকুট।

বক্তব্যে তিনি বলেন,ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করার লক্ষে দীর্ঘদিন যাবত প্রচার প্রচারনায় ছিলাম,আমাদের প্রাথমিকভাবে একটা ধারণা ছিল যে যেহেতু স্থানীয় নির্বাচন সেক্ষেত্রে কেন্দ্রীয় বিএনপি থেকে নির্বাচনে অংশ নিতে দিকনির্দেশনা আসবে, সে লক্ষ্যে নির্বাচনে অংশ নিতে মাঠে নেমেছিলাম। সর্বশেষ দেখা যায় সারা বাংলাদেশে নির্বাচনের স্বাভাবিক কোন পরিবেশ নেই, বর্তমান সরকারের অধিনে নির্বাচনে না যাওয়ার জন্য কেন্দ্র থেকে বিএনপি সিন্ধান্ত নিয়েছে, প্রথম ধাপে যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের সকলকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে এবং আমাদেরও কেন্দ্রীয় দপ্তর ও জেলা থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে নিদর্শনা দেওয়া হয়েছে।

বক্তব্যে তিনি আরও বলেন,আমরা রক্তে মাংসে সবাই বিএনপি করি,আমরা সবাই আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের কর্মী, আমরা দলের যে কোন সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, যেহেতু বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াতে নির্দেশ দিয়েছে সেহেতু আমরা উপজেলা বিএনপির নির্দেশক্রমে আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের নির্দেশক্রমে আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামরান জাদিদ মুকুট ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আহসান উল্লাহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন।

তিনি বলেন, পেকুয়া উপজেলা হলো বিএনপির উর্বর ঘাটি, এ ঘাটি আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের সৃষ্টি, পেকুয়া মাটি ও মানুষ বিএনপির কথা বলে, এত দিন পর্যন্ত যারা নির্বাচনি কাজে কষ্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে নির্বাচন থেকে সরে যাওয়া পেকুয়াবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক, শাহনেওয়াজ আজাদ, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি,হারুন অর রশিদ,সহ সভাপতি ওসমান গনি,সদর ইউনিয়ন বিএনপির পশ্চিম জোন সভাপতি আবদুল মোনাফ,পূর্ব জোন সভাপতি আবু বক্কর সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও সাবেক চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজুর মনোনয়ন অবৈধ হলে সাবেক চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু মনোনয়ন ফের বৈধ হয়।এদিকে উপজেলা আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ঠিকাদার মহিউদ্দিন বাবর মুকুল চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

উল্লেখ্য আজ ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ২মে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ও ২১মে ভোট গ্রহণ অনুষ্টিত হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর