বিডি প্রতিবেদক :
সাম্প্রতিক সময়ে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে পর্যটন সংশ্লিষ্টরা। ভাঙ্গন রোধে টেকসই বাদ নির্মাণের ঘোষণা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। সম্প্রতি তিনি ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে এই ঘোষণা দেন।
ভাঙ্গনের কারণ অনুসন্ধানে আজ সোমবার লাবনী পয়েন্ট সহ কয়েকটি পয়েন্ট পরিদর্শন করেছেন গবেষকরা।
১৫ আগস্ট বিকালে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে উক্ত প্রতিষ্ঠানের একদল গবেষক লাবনী পয়েন্টে ঢেউয়ের আঘাতে সমুদ্র সৈকত ভাঙন প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তারা বিশ্লেষক ও গবেষক সাংবাদিক আহমদ গিয়াস সহ পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের সাথে কথা বলেন। গবেষক দল ভাঙ্গনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।