দেলওয়ার হোসাইন :
কক্সবাজারের পেকুয়ায় ৬৫ দিন সমুদ্রে মাছ আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ করে বিভিন্ন এলাকায় সরবরাহের দায়ে ১১ মণ সামুদ্রিক লইট্টা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর ।
রবিবার (৭ জুলাই) বিকালে উজানটিয়া হতে টলি ভর্তি মাছ নিয়ে পেকুয়া আনার পথে পেকুয়া কাটাফাঁড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় পেকুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল আমিনের নেতৃত্বে মাছ জব্দ করা হয় ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলামের কার্যালয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ জনকে ২১শ টাকা জরিমানা করা হয়।
এসময় জব্দকৃত মাছ গুলো ২৭ হাজার ৫শ টাকা উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।
জরিমানা আদায়কৃত ব্যাক্তিরা হলেন বাঁশখালী ছনুয়া ইউনিয়েনর ফয়সাল,রবি আলম,জহির,ইয়াকুব নবি সহ সাত জন।
এসময় পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস,সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, পেকুয়া বণিক সমিতি সাধারণ সম্পাদক সাহেদ ইকবাল উপস্থিত ছিলেন।