শিরোনাম :
শিল্পায়নে উদ্বাস্ত হচ্ছে লবণ ও পান চাষী : হুমকিতে খাদ্য নিরাপত্তা মহেশখালী কলেজে অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত, মহেশখালীর কালারমারছড়ার জলদস্যু সরদার হাসান নুরী গ্রেফতার কক্সবাজারে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়-আব্দুল্লাহ আল ফারুক ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সুচিত- মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলাঃ আহত ৬ কৈয়ারবিল ইউপি সচিবের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি অভিযোগ কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্ম এর সাধারণ সভা আজ সে ভয়াল ২৯ এপ্রিল:উপকূলবাসীর স্বজন হারানোর দিন

কক্সবাজারে পর্যটন ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

নিউজ রুম / ৮৮ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ জুন ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

চলমান সংকট নিরসনের লক্ষ্যে কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীদের সাথে বিশেষ মতবিনিময় করেছেন জেলা প্রশাসন। ব্যবসায়ীরা বলছে, প্রতিদিন গড়ে তাদের ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে পর্যটক না থাকায়। সম্ভাবনাময় এই পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সহায়তা কামনা করেছেন ব্যবসায়ীরা।

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সবাই উপস্থিত ছিলেন, হ্যাচারি এসোসিয়েশনের সভাপতি ও সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম,কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার পৌরসভার মেয়র ও দোকান মালিক ফেডারেশনের সভাপতি, মাহবুবুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামিন হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউর গনি ওসমানী,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবসার, দোকান মালিক ফেডারেশনের নেতা মোস্তাক আহমদ, হোটেল হোটেল জন গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ, মহেশখালী পৌরসভার মেয়র মুকসুদ মিয়া, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ডালিম, কক্সবাজার জুনিয়র চেম্বারের সভাপতি সহ অর্ধশত ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক পর্যটন শিল্প সচল রাখার পাশাপাশি ব্যবসায়ীদের এই বিষয়গুলো সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবহিত করার কথা জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর