সাকলাইন আলিফঃ
কক্সবাজার চকরিয়ায় মঙ্গলবার ১৬ আগস্ট দুপুরে ৪টি পেট্রলপাম্পে অভিযান পরিচালনা করেন অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রাহাত উজ্জামান।পেট্রোল পাম্পে পরিমাপে কম ও অন্যান্য বিষয় যাচাই করা হয়।
অভিযানকালে পরিমাপে কম পাওয়া যাওয়ায় একটি পেট্রোল পাম্পকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।অন্য তিনটি পেট্রোল পাম্পে ওজন যথাযথ পাওয়া গেলেও ওজনের বিএসটিআই কর্তৃক প্রদত্ত ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ না থাকায় ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান পরিচালনাকালে চকরিয়া থানা পুলিশ ও বিএসটিআই সার্বিক সহযোগিতা করেন।
জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি রাহাত উজ্জামান।