জিয়াউল হক জিয়াঃ
চকরিয়া উপজেলার ডুলাহাজারায় পুকুরের পানিতে গোসল করতে নেমে সাঁতার না জানাতে পানিতে ডুবে মোঃ শোহাইব (১১) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ডুলাহাজারা সিআইডির পুকুরে এর্দূঘটনা ঘটেছে।
সলিলসমাধিত-মোঃ শোহাইব (১১) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্হ ৬নং ওয়ার্ডের বৈরাগিরখীল এলাকার ফিরোজ আহমদের বড় ছেলে ও মুক্তিযোদ্ধা মরহুম বদিউল আলমের নাতী।
শিশু ছেলেটি ডুলাহাজারা কলেজিয়েট স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ রিয়াজ উদ্দিন সিপু।
পরবর্তীতে শিশু শোহাইব এর মৃত্যু বর্ণনা দিতে গিয়ে বলেন-শিশু ছাত্র শোহাইব ও আরেক খালাতো ভাই মিলে বৈরাগিরখীল এলাকার সিআইডি নামক পুকুরে ফুটবল নিয়ে খেলছিল।এমতাবস্থায় সলিলসমাধিত শোহাইবের পেট থেকে বলটি ছুটে গেলে সে পানিতে ডুবে যায়।কিছুক্ষণ পরে ভেসে উঠলে এলাকার লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।পরে মাগরিবের নামাজের পরে কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে জানাজার শেষে সামাজিক কবরস্হানে দাফন করা হয়েছে।