কক্সবাজারকে বিশ্বময় তুলে ধরতে বাংলাদেশি বংশদ্ভোত ৪ ব্রিটিশ নাগরিকের ব্যতিক্রমী উদ্যোগ

নিউজ রুম / ৮৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

চৌধুরী ই বাহার :

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের সৌন্দর্যকে সারা বিশ্বে পরিচিতি ও তুলে ধরা এবং রোহিঙ্গা ও স্থানীয় শিশুদের জীবন মান উন্নয়নে ফান্ড সংগ্রহ করার লক্ষে বাংলাদেশী বংশদ্ভোত ৪ ব্রিটিশ নাগরিক টেকনাফের 0. থেকে পায়ে হেঁটে সমুদ্র সৈকত ধরে লাবনী পয়েন্টে এসে শেষ করবেন। এই যাত্রার নাম দেওয়া হয়েছে ওয়াক ফর হোপ। এর আয়োজন করছে আন্তর্জাতিক বেসরকারী সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন বাংলাদেশ ।
এ উপলক্ষে শনিবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজক এবং বাংলাদেশী বংশদ্ভোত ৪ ব্রিটিশ নাগরিক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে জানানো হয়
বাংলাদেশী বংশদ্ভোত ৪ বৃটিশ নাগরিক মিঃ হোসাইন আহমেদ, মিঃ আবদাল উদ্দিন আহমেদ,. মিঃ ফয়সল উদ্দিন, ও মিঃ এনামুল হক, আগামী ২৮ অক্টোবর কক্সবাজারের টেকনাফের জিরো পয়েন্ট থেকে সৈকতের উপর দিয়ে হেঁটে ৩১ অক্টোবর কলাতলী লাবনী পয়েন্টে এসে ওয়াক ফর হোপ শেষ করবে।
বাংলাদেশী বংশদ্ভোত ব্রিটিশ নাগরিকরা বলেন,
বাংলাদেশের কক্সবাজারের এই দীর্ঘতম সৈকতের মতো সুন্দর সৈকত বিশ্বে আর কোথাও নেই। এই সৌন্দর্যকে বিশ্বের কাছে পরিচিতি করা অত্যন্ত জরুরী। তাছাড়া রোহিঙ্গা শিশু ও স্থানীয় শিশুদের মান বাড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। ব্যয়বহুল এ কাজগুলো করতে যে অর্থের প্রয়োজন তা সংগ্রহ করার লক্ষে আমাদের এই Walk for Hope কার্যক্রমের আয়োজন। আগামী ২৮ অক্টোবর সকালে কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে হেঁটে পাটোয়ারটেক ছুটি রিসোর্ট এসে প্রথম দিন শেষ করে রাতে বিশ্রাম ২৯ অক্টোবর সকালে সেখান থেকে এসে সৈকতের সোনারপাড়া পয়েন্টে দ্বীতিয় দিন শেষ করে রাতে বিশ্রামের পর ৩০ অক্টোবর সোনারপাড়া ভিতরের রাস্তা দিয়ে হেঁটে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আবার সোনারপাড়া এসে রাতে বিশ্রাম করে ৩১ অক্টোবর বৃহঃপ্রতি বার বিকাল ৪ টায় কলাতলি লাবনী পয়েন্টে এসে Walk for Hope এর কার্যক্রম শেষ হবে।
বাংলাদেশী বংশদ্ভোত ব্রিটিশ নাগরিক আবদাল উদ্দিন আহমেদ বলেন, আমার যত সিলেটের মানুষ ইউকেতে আছে, আত্মীয়-স্বজন, সবাইকে বলবো তারা বাংলাদেশে আসলে, অন্তত একবার যেন কক্সবাজার এসে ঘুরে যায়। আমরা এই আয়োজনের মাধ্যমে পুরো বিশ্ববাসীর কাছে আমাদের জন্মভূমির প্রিয় স্থানটাকে তুলে ধরতে চাই। এখান থেকে যে অর্থ সহ হয়তো পাব, সেগুলো দিয়ে রোহিঙ্গা ও স্থানীয় শিশুদের উন্নয়নে কাজ করতে চাই আমরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশন -বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান, ফাইন্যান্স ম্যানেজার সালমা আক্তার, বাংলাদেশী বংশদ্ভোত ৪ বৃটিশ নাগরিক মিঃ হোসাইন আহমেদ, মিঃ আবদাল উদ্দিন আহমেদ, মিঃ ফয়সল উদ্দিন, ও মিঃ এনামুল হক এবং এইচআরএফ এর সহযোগী এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর