রাসেল মাহমুদ:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচী পালন করেছে জেলা যুবদল।
রবিবার জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিন আহমেদ।
জেলা যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন ও যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানাসহ আরো অনেকে।
মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।