চকরিয়া প্রতিনিধিঃ
মা-বাবার খুলে থাকার সময়ে চকরিয়ায় বালতির পানিতে পড়ে বেঁচে নেই ১৬ মাস বয়সী আনাস মো. আরেশ নামের শিশুটি।
রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের এস.কে পাড়ায় এ ঘটনা ঘটেছে।
সলিলসমাধিত-আনাস মো.আরেশ ওই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু।তিনি শিশুটি পরিবারকে বরাত দিয়ে জানান, সকালে শিশুটিকে গোসল করার জন্য উঠানে বালতির ভর্তি পানি রাখেন।মায়ের কাজের ফাঁকে শিশু আনাস বালতির পানিতে উপুড় হয়ে ডুবে যায়।হঠাৎ শিশুর মা ডানে-বামে তাকিয়ে শিশু ছেলেকে না বালতির দিকে থাকালে,ছেলে অবস্হা দেখে তাড়াহুড়া করে উদ্ধার করেই হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেছেন।