জিয়াউল হক জিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাটাখালী গ্রামে সংঘঠিত ডাকাতির ঘটনার জেরে থানায় রুজু হওয়া মামলা নং-৩৪/২৫ইং এর তিন ডাকাতকে গ্রেফতার করেন পুলিশ।
ডাকাতির ২৪ ঘন্টার মধ্যে তিন ডাকাতকে আটক করতে সক্ষম থানা পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাতেরা হলেন- আবুল বশর প্রঃ লালু প্রঃ লালাইয়া(২৮) উপজেলার বরইতলী ইউপির হাফালিয়াকাটা মুড়াপাড়া (লাল মিয়ার দোকান) এলাকার নুরু সওদাগরের ছেলে,আহমদ হোসাইন (৩৫) একই এলাকার মৃত মোস্তাক আহমদের ছেলে ও মোঃ ইসমাইল (৩৫) একই এলাকার মোঃ আনোয়ার হোসেনের ছেলে।
এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন-রাতে হারবাং এলাকায় ডাকাতি হলে,২৪ ঘন্টা সময় না যেতেই ডেভিল হান্ট অপারেশনে জড়িত তিন ডাকাতকে আটক করে আদালতে সোপর্দ্দের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এই অভিযান অব্যাহত থাকবে।