আগাম সতর্কবার্তার সীমাবদ্ধতা রাসে সম্মিলিত প্রয়াস এই স্লোগানে কক্সবাজার আবহাওয়া অফিস দিবসটি পালন করে।
আজ রবিবার সকালে কক্সবাজার শহরের ঝাউতলাস্থ কক্সবাজার আবহাওয়া অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার অফিসের সহকারী আবহাওয়াবিদ মোঃ আব্দুল হান্নান।
আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, আবহাওয়া সহকারী কাজী হুমায়ূন রশিদ, মোঃ আলমগীর, দুলাল চন্দ্র দাশ, মুজিবুল হক, মোহাম্মদ শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম, কমল কান্তি পাল, সালমা খাতুন, রিনা পাল, মুবিন কুতুবী, মাহাবুব ও মোমেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেছেন, আগাম সতর্কবার্তা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবারের প্রতিপাদ্য বিষয় কার্যকরী ভূমিকা রাখবে।