শিরোনাম :
শিল্পায়নে উদ্বাস্ত হচ্ছে লবণ ও পান চাষী : হুমকিতে খাদ্য নিরাপত্তা মহেশখালী কলেজে অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত, মহেশখালীর কালারমারছড়ার জলদস্যু সরদার হাসান নুরী গ্রেফতার কক্সবাজারে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল ইসলামী শ্রমনীতি ব্যতীত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়-আব্দুল্লাহ আল ফারুক ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে মানবতার বিজয় সুচিত- মুহাম্মদ শাহজাহান পেকুয়ায় বিরোধীয় জায়গায় স্হাপনা নির্মাণকে কেন্দ্র করে হামলাঃ আহত ৬ কৈয়ারবিল ইউপি সচিবের বিরুদ্ধে নারী উদ্যোক্তাকে যৌন হয়রানি অভিযোগ কক্সবাজার শিশু সুরক্ষা প্ল্যাটফর্ম এর সাধারণ সভা আজ সে ভয়াল ২৯ এপ্রিল:উপকূলবাসীর স্বজন হারানোর দিন

আগামী ২৮ নভেম্বর থেকে কক্সবাজারের সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে

নিউজ রুম / ৮৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৮ জুন ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :
আগামী ২৮ নভেম্বর থেকে কক্সবাজারের সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে; তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২ হাজারের বেশী পর্যটক যাতায়ত ও রাত্রিযাপনের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
তবে পর্যটকবাহী জাহাজ কোন স্থান থেকে ছাড়া হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ( এডিএম ) নিজাম উদ্দিন আহমেদ।
তবে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ কোন স্থান থেকে ছাড়বে তা নির্ধারণ করবে মন্ত্রণালয় কর্তৃক গঠিত ‘সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টমার্টিনগামী জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ’ সংক্রান্ত কমিটি জানান তিনি।
গত ১৯ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত ৬ সদস্যের একটি কমিটি। যেটিতে কক্সবাজার সদর ও টেকনাফের ইউএনও’কে আহবায়ক করা হয়েছে।
নিজাম উদ্দিন আহমেদ বলেন, সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য জেলা প্রশাসনের কাছে একটি মাত্র আবেদন পত্র জমা দেওয়া হয়েছে। ওই আবেদনের প্রেক্ষিতে সোমবার জেলা প্রশাসন কেয়ারি সিন্দাবাদ নামের একটি জাহাজ কর্তৃপক্ষকে অনুমতি দেওয়া হয়েছে।
“ তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপে ২ হাজারের বেশী পর্যটক যাতায়ত করতে পারবে না। এছাড়া নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে দ্বীপে রাত্রিযাপনের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকরা দ্বীপে রাত্রিযাপন করতে পারবেন। “
অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “ সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হলেও কোন স্থান থেকে ছাড়া হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয় কর্তৃক গঠিত এ সংক্রান্ত ৬ সদস্যের কমিটি। “
সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টমার্টিনগামী জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত গঠিত কমিটির আহবায়ক ও কক্সবাজার সদরের ইউএনও নিলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, “ সেন্টমার্টিনে দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণে কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার বিকালে কক্সবাজার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত হবে। বৈঠকে কমিটির সদস্যদের সাথে পরিবেশসহ সার্বিক বিষয়াদি পর্যালোচনার ভিত্তিতে জাহাজ ছাড়া পয়েন্ট নির্ধারণে সিদ্ধান্ত নেওয়া হবে। “
তিনি জানান, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে নাফ নদী দিয়ে সেন্টমার্টিন যাতায়ত অনিরাপদ হয়ে উঠেছে। এ নিয়ে কমিটির সদস্যদের সাথে অনানুষ্ঠানিক যে আলাপ হয়েছে তাতে সকলেই জাহাজ ছাড়ার পয়েন্ট হিসেবে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ জেটি ঘাট অথবা ইনানীস্থ নৌবাহিনীর জেটি ঘাটের যে কোন একটি বিবেচনা করে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর