
স্টাফ রিপোর্টার পেকুয়া ;
পেকুয়ায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা শাখা।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে পেকুয়া সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পূর্ব গোঁয়াখালী এলাকায় ৫ শতাবধি মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি দিদারুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল বশর শ্রমিক নেতা মোহাম্মদ হোসাইন।
এসময় বক্তারা বলেন, রাসুল (সাঃ) এর আর্দশ ও পথ অনুসরণ করে মানব কল্যাণে সকল মুসলিমকে এগিয়ে আসতে হবে। লোক দেখানো নয় পেকুয়া শ্রমিক কল্যাণ ফেডারেশন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সমাজের সকল বৃত্তবানদের মানুষ পাশে দাঁড়ানোর আহ্বান জানান।