জিয়াউল হক জিয়াঃ
চকরিয়ার মাতামূহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা ও ২টি ডাম্পার গাড়ী জব্দ করেন,উপজেলা প্রশাসন।
বুধবার(১৭ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার কোণাখালী ইউনিয়নস্হ নদীর তীরবর্তী বালু মহালে ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালনার করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন-উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেপি দেওয়ান।
অফিস সূত্রে জানা গেছে,আইনকে তোয়াক্কা না কোনাখালী- ইউনিয়নের মাতামুহুরি নদীর পয়েন্ট থেকে বালু খেকো সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে।যা আইন পরিপন্থী।তাই বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করায় একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।এসময় বালু আনতে যাওয়া ২টি ডাম্পার গাড়ী জব্দ করেন ভ্রাম্যমান আদালত।