চকরিয়ায় খাসজমি উদ্ধার,২টি মেশিন,পাইপ ধ্বংস সহ ৩৬ হাজার ঘনফুট জব্দ বালু নিলাম

নিউজ রুম / ৯৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলীতে ০.১৫একর খাস জমি উদ্ধার করা হয়েছে।পরে একই এলাকায় অবৈধ বালু উত্তোলন পয়েন্টের ২টি সময় ালো মেশিন,উত্তোলন পাইপ ধ্বংস করা হয়। জব্দকৃত বালু ২০ জানুয়ারী প্রকাশ্য নিলাম দিবেন উপজেলা প্রশাসন।
রবিবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে বরইতলীর পহরচাঁদা এলাকায় অভিযানটি চালানো হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফান উদ্দিন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে,নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন বলেন-উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় সরকারি খাস জমি (খিলা শ্রেণির ১১০২৯ দাগের ০.১৫ একর জমি) অবৈধ দখলমুক্ত করা হয়।পরবর্তীতে,পহরচাঁদা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের স্হানে ২টি স্যালো মেশিন ও বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ ধ্বংস করেছি।
এছাড়া সোমবার (২০ জানুয়ারী) সকাল ১০টার দিকে পহরচাঁদা এলাকার জব্দকৃত ৩৬ হাজার ঘনফুট বালু প্রকাশ্যে নিলাম দেওয়া হবে।তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে যার স্মারক নং-২০২৫-৩৭ মূলে দেওয়া হবে।তবে ৬টি শর্তে পূরণের মাধ্যমে নিলামে অংশ নিতে পারবেন বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর