বিডি প্রতিবেদক :
পর্যটন নগরী কক্সবাজারের আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি করা সহ অব্যাহত ছিনতাই,অপহরণ,হত্যা,চাঁদাবাজি,জমি দখল,ভুমিদস্যুরা রোধ, ইভটিজিং বন্ধ করা যানজট নিরসনের কার্যকর উদ্দ্যোগ নেওয়ার দাবীতে নিরাপদ কক্সবাজার চাই শীর্ষক মানববন্ধন সমাবেশ অনুষ্টিত হয়েছে। ২১ জানুয়ারী বেলা ১১ টায় কক্সবাজার কোর্ট বিল্ডিং চত্ত¦রে পিস ফ্যাসিলিটেটর গ্রæপ পিএফজির উদ্দ্যোগে সুশাসনের জন্য নাগরিক সুজন কক্সবাজার জেলা কমিটির সহযোগিতায় আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতী কক্সবাজারে আইনশৃংখলা পরি্িস্থতির অবনতি হচ্ছ। প্রায় এলাকায় ছিনতাই,অপহরণ,চাঁদাবাজি,ভুমি দখল সহ নানান অপরাধ মুলক কর্মকান্ডের কারনে জনমনে ভীতি বিরাজ করছে। এটা কোন ভাবেই কাম্য নয়। এতে পর্যটন নগরী হিসাবে আমাদের বদনাম হচ্ছে, তাছাড়া স্থানীয় মানুষজনও একটি অজানা আতংকের মধ্যে আছে। এই অবস্থা থেকে উত্তোরন ঘটাতে আইনশৃংখলা বাহিনীকে আরো তৎপর হতে হবে। একই সাথে সাধারণ মানুষকে যে যার অবস্থান থেকে অপরাধীদের নিয়ন্ত্রণে কাজ করতে হবে। সম্মিলিত প্রতিরোধ এবং সামাজিক উদ্দ্যোগ নিতে হবে। অপরাধী সংখ্যায় ২/৩ জন হলেও আমরা কয়েক শত সাধারণ মানুষ নাগরিক দায়িত্ব এড়িয়ে যায়। এটা ঠিক নয় একই সাথে রাষ্ট্রকে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে বলে জানান বক্তারা। পিস ফ্যাসিলিটেটর গ্রæপ সদর উপজেলার সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরো বক্তব্য রাখেন সুজন জেলা কমিটির সভাপতি অধ্যাপক অজিত দাশ,ঝিলংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গিয়াস উদ্দিন জিকু,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহেরা,জেলা পিএডিএনএর প্রধান উপদেস্টা মনজুর আলম,সাবেক জেলা পরিষদ সদস্য হুমায়রা বেগম,জেলা ইমাম সমিতির সাবেক সভাপতি মৌলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকি,জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি এম জাবের,ছাত্র প্রতিনিধি ইমরান হোসাইন,ইয়ুথ কর্ডিনেটার জাকির হোসেন প্রমুখ। এতে জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সহ বিভিন্ন এলাকা থেকে আগত গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।