বিডি প্রতিবেদক:
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় দুই দিনে ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এরমধ্যে রোববার দুপুরে মহেশখালী চ্যানেল থেকে হোসেন আহমদ, আজিজুল হক ও মোহাম্মদ আবছার নামের তিন জন জেলের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।
এর আগে শনিবার রাত পর্যন্ত স্থানীয় জেলে ও কোস্টগার্ড মিলে উদ্ধার অভিযান চালিয়ে মো. আয়ূব ও সাইফুল ইসলাম নামের দুই জেলের মৃতদেহ উদ্ধার করে। এরা ৫ জনই খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা এবং এফবি মায়ের দোয়া ট্রলারের জেলে।
এবিষয়ে ট্রলার মালিক জাকের হোসেন বলেন, শুক্রবার (১৯ আগষ্ট) বিকেলে নাজিরারটেক পয়েন্টে আমার মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারটি ডুবে যায়। সেসময় ১১ জন জেলে নানাভাবে কূলে ফিরলেও ৮ জেলে নিখোঁজ ছিল। এদের মধ্যে দুইদিনে ৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৩ জেলে।
কক্সবাজার সদর থানার ওসি ( ভারপ্রাপ্ত) সেলিম উদ্দিন বলেন, মৃতদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।