বিডি প্রতিবেদক:
শরীরের বিভিন্ন অংশ আঘাত নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে একটি জীবিত ডলফিন ভেসে এসেছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ইনানীর পাটুয়ারটেক অদূরের সমুদ্র সৈকতে ডলফিনটি ভেসে আসে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ( এডিএম ) আবু সুফিয়ান বলেন, , স্থানীয়রা পাটুয়ার টেকেরে অদুরে সমুদ্র সৈকতে একটি ডলফিন দেখে খবর দেয়। তখন সেখানে দায়িত্বরত বিচ কর্মীদের পাঠানো হয়। পরে তারা ডলফিনটি জীবিত দেখতে পেয়ে সাগরে ছেড়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু ডলফিনটি আবারও তীরে ফিরে আসে।
তিনি আরো বলেন, ডলফিনের পেট ও শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন আছে। যার কারণে ডলফিনটি দুর্বল হয়ে গেছে। এমনকি কিছু খাচ্ছেনা।
এডিএম বলেন, বিষয়টি বনবিভাগ ও সমুদ্র গবেষণা ইনস্টিটিউটকে জানানো হয়েছে। তাদের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলের উদ্দ্যেশে রওয়ানা দিয়েছে।