বিডি ডেস্ক :
সৌদি আরবে ১৪৪৬ হিজরি সালের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে শনিবার (২৯ মার্চ)। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার সন্ধ্যার পরে নতুন চাঁদ দেখা যাওয়ায় দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ ঈদের দিন ঘোষণা করে। সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ একই দিনে ঈদ উদযাপন করছে। এছাড়া কুয়েত, ইয়েমেন, বাহরাইন এবং অস্ট্রেলিয়াতেও আজ উদযাপন করা হচ্ছে ঈদুল ফিতর।
ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়ায় ও মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। এই তিনটি দেশেই সোমবার (৩১ মার্চ) উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইতেও ঈদ উদযাপন হবে সোমবার।
বাংলাদেশে ঈদের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি ঈদের তারিখ ঘোষণা করবে। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুর ও পটুয়াখালীসহ দেশের কয়েকটিস্থানে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে।
সুত্র : চ্যানেল আই অনলাইন