শিরোনাম :
শরীফ উসমান হাদির সুস্থতা কামনায় কক্সবাজারে ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে গণ দোয়া মাহফিল উখিয়ায় দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ কক্সবাজার প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন সামনের নির্বাচন সুষ্টু না হলে সংকট আরো বাড়বে-সুজন কক্সবাজার প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি ড্রাইভার কল্যাণ একতা সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সংসদ নির্বাচন নিরপেক্ষ করতে কর্মকর্তারা বদ্ধপরিকর ওসি প্রদীপের আক্রোশের শিকার সাংবাদিক ফরিদুলের ৬ মামলা প্রত্যাহার না হওয়ায় অসন্তোষ

রামুতে ‘টাকা পাওনার’ পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত

নিউজ রুম / ৯১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের রামুতে ‘টাকা পাওনার’ পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬ টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী খামার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।
নিহত নবী হোসেন (৪৫) একই ইউনিয়নের পশ্চিম গনিয়াকাটা এলাকা আলী আকবরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে গরু চোরাচালান আশংকাজনক হারে বেড়েছে। আর গরু পাচারকে কেন্দ্র করে সীমান্তে কতিপয় দূর্বৃত্ত চক্র সক্রিয় রয়েছে। তার এলাকার কতিপয় লোকজনেরও ওই দূর্বৃত্ত চক্রের সাথে যোগসাজশ রয়েছে।
তিনি বলেন, “ সোমবার সন্ধ্যায় কাউয়ারখোপের চৌধুরী খামার এলাকায় গরু পাচারের পূর্ব বিরোধকে কেন্দ্র করে নবী হোসেনের সঙ্গে তার আপন চাচাতো ভাই মোহাম্মদ হানিফ সহ আরও ৩/৪ জনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে নবী হোসেন ঘটনাস্থলে মারা যায়। “
এ নিয়ে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, সন্ধ্যায় কাউয়ারখোপের চৌধুরী খামার এলাকায় টাকা পাওনাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন নিহত হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ এখনো ঘটনাস্থলে অবস্থান করছে।
“ প্রাথমিকভাবে টাকা পাওনার পূর্ব বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। তবে কি বিষয়ে টাকা পাওনা রয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। “
ওসি জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ইমন কান্তি চৌধুরী।


আরো বিভিন্ন বিভাগের খবর