শিরোনাম :
৫০ বস্তা সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড গাঁজাসহ একজন রোহিঙ্গা নারী গ্রেফতার সেন্টমার্টিনে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড জুলাই গনহত্যার বিচার তরান্বিত করে সাম্য ও গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে কক্সবাজারের জুলাই পদযাত্রা সফল করতে উখিয়ায় সংবাদ সম্মেলন কক্সবাজারে সেমিনার তৃনমুল পর্যায়ের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিক গুলোকে আধুনিকায়ন করা হচ্ছে জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ সমাবেশ বিএনপি থেকে আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণা করলেন ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান মালুমঘাটে সৌদিয়া বাস আর জিপভ্যান গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-,আহত-২ অপহরণকারী গ্রেফতার

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ১৮ দিনের রিমান্ডে, মুক্তির দাবিতে মিছিল

নিউজ রুম / ২৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

রহমান তারেক :

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৮ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১২ জুন) সকাল ৯টার পর জেলা পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন। তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এপিপি অ্যাডভোকেট মো. মঈন উদ্দিন জানান, চকরিয়া ও পেকুয়া থানায় দায়ের করা একাধিক হত্যা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এসব মামলায় মোট সাতটি রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. আনোয়ারুল কবির সাতটি মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রতিটি মামলায় দুই থেকে চারদিন করে রিমান্ড দেওয়া হয়। এর মধ্যে চকরিয়া থানায় দায়ের করা মামলার সংখ্যা পাঁচটি এবং পেকুয়া থানায় দুটি।
রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বর ও আশপাশে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। প্রায় অর্ধকিলোমিটার এলাকাজুড়ে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। শুনানিকালে জাফর আলমের পক্ষে অংশ নেন একাধিক আইনজীবী।
এদিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আদালতে তোলার পর থেকে মুক্তির দাবিতে চকরিয়ার বিভিন্ন স্থানে তার সমর্থক-ভক্তরা মিছিল ও মানববন্ধন করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর