বিডি প্রতিবেদক :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী-২০২২ উপলক্ষ্যে কক্সবাজারে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দীনের সম্পাদনায় প্রকাশিত রক্তাক্ত সিঁড়ি ৬ষ্ঠ সংখ্যার মোড়ক উম্মোচন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জননেতা এডভোকেট সিরাজুল মোস্তফা।
বুধবার রাতে কক্সবাজার শহরের কলাতলীতে প্রাক্তন ছাত্রলীগ পরিষদ, কক্সবাজার জেলা শাখা আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবসের অনুষ্ঠান শেষে রক্তাক্ত সিঁড়ি ৬ষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, বিশিষ্ট সাংবাদিকগণ এবং দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।