রাজিব কান্তি দে বাবু :
নানা আয়োজনে উদযাপিত হয়েছে কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটি ষষ্ঠ প্রতিষ্টা বার্ষিকী এবং ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলন মেলা-২০২২।
শনিবার সকাল থেকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটি প্রতিষ্টা বার্ষিকীর আলোসভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবর রহমান।
এই সময় সংগঠনের নানা কার্যক্রমের প্রশংসা জানিয়ে তিনি সহযোগিতার পাশাপাশি পাশে থাকার কথা বলেন।
কক্সবাজার ব্লাডডোনার সোসাইটি সংগঠক আশরাফুল হাসান রিশাদ সঞ্চালনায় এবং জাহাঙ্গীর আলম জেক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন সহ বিভিন্ন জেলার ব্লাড ডোনার সেচ্ছাসেবীদের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে কক্সবাজারসহ সারাদেশের ৩ শতাধিক ব্লাড ডোনার স্বেচ্ছাসেবী অংশগ্রহন করেন।
আলোচনা সভা শেষে কৃতিত্বের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।