মোং শাহ আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নের ডেইঙ্গাকাটায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে নজির আহমদ নামের এক কৃষকের বসতঘর। গতকাল শুক্রবার বিকাল ৩ টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে কৃষকের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুতের সর্ট কানেকশন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানিয়েছেন কৃষকের পুত্র মোহাম্মদ হোছাইন। খবর পেয়ে বরইতলী ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান ও স্থানীয় আওয়ামিলীগ নেতৃবৃন্দ দুর্ঘঘটনাস্থল পরিদর্শন করে সমবেদনা প্রকাশ করেছেন। পুড়ে যাওয়ার ফলে আর্থিক
সংকটে পড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের
নারী-পুরুষ ও শিশু খোলা আকাশের নীচে বসবাস করছে। দুর্দিনে মানবিক সাহায্যের জন্য দ্বারস্থ হয়ে চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম বিএ অনার্স এমএ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের নিকট মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
মানবিক আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম বিএ অনার্স এমএ’র ব্যক্তিগত সচিব আমিন চৌধুরী।