বিডি প্রতিবেদক:
২৪ দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের অংশগ্রহণে
কক্সবাজারে শুরু হয়েছে ৪৬ তম ইন্দো প্যাসিফিক আর্মিজ ম্যানেজম্যান্ট সেমিনার। কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভ সড়কের ইনানীর হোটেল সী পার্লে মঙ্গলবার শুরু হওয়া এ সেমিনারে অংশ নিচ্ছে ২৪ দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা। রয়েছেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সহ কয়েকটি দেশের সেনা প্রধান। বাংলাদেশ ৩ য় বারের মতো আয়োজন করেছে এ সেমিনারের। অংশগ্রহণকারি সেনা কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।