নুরুল আলম :
কক্সবাজারে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করা হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসক কার্য্যালয়ের সামনে জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যান পরিষদের সদস্যরা এতে অংশ নেয়। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত ও জনবল কাঠামো ও নিয়োগ বিধির বাস্তবায়ন, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের গ্রেডে উন্নীত করন এবং সকল শূন্য পদে জনবল নিয়োগ সহ নানা দাবী উল্থাপন করেন তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়