বিডি প্রতিবেদক চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া থানার বিশেষ অভিযানে এক নাইটে ৩৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে শুরু থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব আসামী গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের মধ্য জি.আর মামলার ১৪জন।তারা হলেন-উপজেলার খুটাখালী ইউপির ৪নং ওয়ার্ডের গর্জনতলী এলাকার মোঃ হামিদুর রহমানের ছেলে মোঃ সেলিম (২২), , কাকারা ইউপির ৮নং ওয়ার্ডের দক্ষিণ কাকারা এলাকার মফজুল রহমানের বাড়ীর নুর মোহাম্মদের ছেলে সালাহ উদ্দিন,একই ইউপির ১নং ওয়ার্ডের নলবিলা-উত্তর কাকারা মৃত আব্দুল কুদ্দুসের ছেলে জয়নাল আবেদীন বাঁশী(৬০) ও আটক বাঁশির ছেলে মোঃ ওযাজ উদ্দিন সাদ্দাম(৩০),কোণাখালী ইউপির ৩নং ওয়ার্ডের সেনগুনা এলাকার রফিক মিয়ার ছেলে মোঃ মোশারফ মিয়া(২১),একই ইউপির ১নং ওয়ার্ডের পশ্চিম কোণাখালী লামপাড়ার আব্দু ছালামের ছেলে মোঃ মোবারক(৩০),একই ওয়ার্ডের খাসপাড়ার। মোঃ ইসমাইলের ছেলে মোঃ সাকিল(১৯),সাহারবিল ইউপির ৬নং ওয়ার্ডের মাইজঘোনা পশ্চিম পাড়ার রফিক ড্রাইভারের ছেলে মোঃরিফাত (২২),পৌরসভার তরছঘাটা এলাকার মোঃ সেলিমের ছেলে মোঃ ইকবাল হোসেন(১৯),পৌরসভার নিজপানখালী এলাকার নাদের হোছনের ছেলে জয়নাল আবেদীন,পৌরসভার ৩নং ওয়ার্ডের সিকদার পাড়ার আব্দুল মুনাফের ছেলে বশির আহম্মদ,হারবাং ইউপির ৫নং ওয়ার্ডের ডেবলতলী-চালারমুখ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে গুরা মিয়া,একই ইউপির উত্তর হারবাং-ভিলেজার পাড়ার মজিবর রহমানের ছেলে জসিম উদ্দিন(৩০),বরইতলী ইউপির পহরচাঁদা-সবুজপাড়ার আমিনুল হকের ছেলে মোঃ রাশেদ(২৪)
তৎমধ্য সিআর মামলার আসামী ১৯জন।তার হলেন-পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী এলাকার আবু বশরের ছেলে আবু হাসান,পৌরসভার ৭নং ওয়ার্ডের পালাকাটা কাসেম মাস্টারপাড়া মৃত কামাল উদ্দিনের ছেলে আবুল বশির,পৌরসভার ৩নং ওয়ার্ডের বাটাখালী এলাকার মোঃআলী মাঝির ছেলে বেল্লাল সওদাগর,৫নং ওয়ার্ডের উত্তর কাহারিয়াঘোনার মৃত আব্বাস আহমদের ছেলে কফিল উদ্দিন,পালাকাটা বুড়িপুকুর এলাকার মৃত এম আব্দুস শুক্কুর মুন্সির ছেলে জসিম উদ্দিন,৮নং ওয়ার্ডের চিরিংগা ষ্টেশন পাড়ার ইমাম হোসেনের স্ত্রী সাহেনা বেগম,বরইতলী ইউপির ৫নং ওয়ার্ডের বাইন্যারচরা মৃত কালু ফকিরের ছেলে আব্দুস সালাম,কাকারা ইউপির উত্তর লোটানি এলাকার সিরাজুল হকের ছেলে রফিক আহমদ,একই ইউপির ১নং ওয়ার্ডের বারআউলিয়া নগর এলাকা বাবু মিয়ার ছেলে মোঃ লোকমান,সুরাজপুর-মানিকপুর ইউপির উত্তর মানিকপুরের মোস্তাফিজ এর ছেলে মোঃ জামাল,কোণাখালী ইউপির ২নং ওয়ার্ডের পশ্চিম কোণাখালীর মহি উদ্দিনের ছেলে আব্দুল মজিদ নাগু,একই ওয়ার্ডের নতুন ঘোনার নাছির উদ্দিনের মনজুর আলম,ডুলাহাজারা ইউপির ১নং ওয়ার্ডের রিংভং ছগিরশাহকাটার নুর হোসেনের ছেলে মোঃ ইলিয়াছ।
সাজা প্রাপ্ত পলাতক আসামী ২জন।তারা হলেন,সাহারবিল ইউপির ১নং ওয়ার্ডের পূর্ব পাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে আব্দুর রহিম ও সুরাজপুর-মানিকপুর ইউপির উত্তর মানিকপুর এলাকার মোস্তাফিজের ছেলে মোঃ জামাল।
থানা সূত্রে জানা গেছে,চকরিয়া সার্কেল তফিক আলম,থানার ও চন্দন কুমার চক্রবর্তী,ও তদন্ত আব্দু জব্বার ও অপারেশন অফিসার রাজিব কুমার সহ পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন।এতে মোট-৩৫ জন আসামীকে গ্রেফতার করা হয়।তৎমধ্য ৩জন মাদক মামলার,১৪জন জিআর মামলা,১৬জন সিআর মামলার ও ২জন সাজাপ্রাপ্ত আসামী।
এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি)চন্দন কুমার চক্রবর্তী বলেন,তিনজন মাদক মামলা সহ ৩২জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করা হয়।বুধবার সকালে আদালতে সোপর্দ্দের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।