টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা জব্দ

নিউজ রুম / ১১৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
বুধবার (২১ সেপ্টেম্বর ২০২২) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর ২০২২ রাত আনুমানিক ২০৩০ ঘটিকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমেদ এর নেতৃত্বে টেকনাফ থানাধীন নাইট্যং পাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি ছোট ডিঙ্গি নৌকা দ্রুত গতিতে তীরে ভিড়িয়ে রেখে পালাতে দেখা যায়। পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩৩,৩২০ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় ইয়াবা পাচারকারীরা লোকালয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন,পরবর্তী জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর