বিডি বিজ্ঞপ্তি :
সুন্দর স্বদেশের প্রত্যয়ে সৃজনশীল স্বপ্ন’কে ধারণ করে সীমান্ত জনপদ
টেকনাফে প্রতিষ্ঠিত হলো তারুণ্যনির্ভর প্রগতিশীল একটি প্রতিষ্ঠান টেকনাফ
সাহিত্য একাডেমি। সম্প্রতি একাডেমির ২০২২-২৪ বর্ষের কার্যকরী কমিটি কমিটি
গঠন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক কবি আলী প্রয়াসকে সভাপতি এবং কবি ও গবেষক নাফিক
আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন
করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি কবি রহিম কেলভিন, কবি ও সাংবাদিক
নুপা আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রাবন্ধিক এহ্সান উদ্দিন, সাংগঠনিক
সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক শফিউল্লাহ নান্নু; সাহিত্য সম্পাদক কবি
ইসমাইল মুকুল; অর্থ সম্পাদক কবি ও গল্পকার ইসহাক তুহিন; প্রচার সম্পাদক
কবি হোসাইন জাহিদ; সহ-প্রচার সম্পাদক ফয়সাল সাফি এবং সদস্য লেখক দিলদার
সামাদ খান, কবি রফিক রানা, জামাল জাফরান, হেলাল উদ্দিন, এ.আর. হায়দার,
আব্দুল মজিদ অভি, জামিল উদ্দিন।