আবরার চৌধুরী :
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ইউএনএইচসিআর- ও কক্সবাজার আর্ট ক্লাব আয়োজিত আঁরা রোহিঙ্গা শীর্ষক ফটো প্রদর্শনীতে রোহিঙ্গা ইয়ুথ ফটোগ্রাফারদের সাথে।
এই রোহিঙ্গা তরুণ তরুণীরা মিয়ানমারে উচ্চ শিক্ষা নিতে না পারলেও তারা সবাই মেধাবী। তারা উচ্চ শিক্ষা নিতে পারলে তাদের রোহিঙ্গা জাতিসত্তার জন্য অনেক অবদান রাখতে পারতো। তাদের তুলা ছবিতে ফুটে উঠেছে রোহিঙ্গা জাতির নিপীড়ন গণহত্যার প্রতিচ্ছবি সহজাত জীবন সর্বোপরি নিজেদের আকুতি। এই তরুণ তরুণীদের মধ্যে শিল্পী সত্তার পাশাপাশি আর্ট কিংবা সাহিত্য চর্চা ও কবিতা লেখার প্রেকটিসও রয়েছে।
১০ রোহিঙ্গা ইয়ুথ ফটোগ্রাফারদের তুলা ৫০ টি চমৎকার ছবি এই প্রদর্শনীতে স্থান পায়। ১৬ সেপ্টেম্বর শুক্রবার প্রদর্শনীর সমাপনী দিন।
কক্সবাজার আর্ট ক্লাবের সভাপতি তানভীর সরওয়ার রানা এই আয়োজনে হোস্ট ছিলেন।