বিডি বিজ্ঞপ্তি
সারাদেশে সাম্প্রদায়িক হামলা-রুখে দাও বাংলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিকেলে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সংগঠনটির সাধারণ সম্পাদক মনির মোবারক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠন এর সভাপতি খোরশেদ আলম,সহসভাপতি ও বিশিষ্ট কবি-প্রাবন্ধিক মানিক বৈরাগী,জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ নুরুল আবছার,সহ-সাধারণ সম্পাদক সায়ন্তন ভট্টাচার্য,কোষাধ্যক্ষ স্বরুপ চক্রবর্তী, দপ্তর সম্পাদক অসীম কুমার দে, প্রচার সম্পাদক বাঁধন সরকার। এ সময় বক্তারা ধর্মীয় অনুভূতিকে হাতিয়ার বানিয়ে সংখ্যালঘুদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রæত বিচারের দাবি তোলেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা রাহুল মহাজন, অসিম কুমার দাশ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সদস্য মনিরা মনি, মানিক দাশ, মানস দাশ আশিষ রায়, শাহেদ হোসাইন মুবিন সহ কক্সবাজারের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীবৃন্দ।