বিডি প্রতিবেদক:
আল্লাহ তাআলা তাঁর দ্বীনকে রক্ষা করার জন্য যুগে যুগে এমন কিছু মহান ব্যক্তিত্বদের প্রেরণ করেন যাঁরা তাঁদের ইলম, গবেষণা, লিখনি ও খেদমতের মাধ্যমে এই দ্বীনকে নবজীবন দান করেন এবং ইসলামের নামে নানা বাতুলতা, ধর্মহীনতা, অপসংস্কৃতি এবং ভ্রষ্টতার স্বরূপ উন্মোচন করার মাধ্যমে সঠিক ও প্রকৃত ইসলামকে জাতির জন্য উপস্থাপন করার মাধ্যমে এই দ্বীনের সংস্কারক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ইসলামের অন্যতম বাতিঘর ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এবং হিজরী চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা খাঁন রহমাতুল্লাহ আলাইহি।
২৫ সেপ্টেম্বর-“রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাত” কক্সবাজার শাখার ব্যবস্থাপনায় ” আন্তর্জাতিক ইমাম আযম ও আ’লা হযরত কনফারেন্স” কক্সবাজার পাবলিক মিলনায়তনে হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ ইদ্রিচ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জামাত বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফী, আন্তর্জাতিক ইসলামিক স্কলার হযরতুল আল্লামা হাফেজ ইহসান ইকবাল কাদরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাইখুল হাদিস আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, সাদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রাম এর অধ্যাপক সাইয়েদ জালালুদ্দিন আল আজহারি, রাবেতায়ে ওলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সেকান্দর হোসেন আল কাদেরী, মহাসচিব আল্লামা ইকবাল হোসেন আল কাদেরী,। রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ কক্সবাজার জেলা আহবায়ক সালাহউদ্দিন মোহাম্মদ তারেক এর উপস্থাপনায় আরো বক্তব্য মাওলানা জিল্লুর রহমান হাবিবী, মাওলানা সৈয়দ পেয়ার মোহাম্মদ, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী