বিডি প্রতিবেদক :
পর্যটননগরী কক্সবাজার এর সৈকত ঝিনুক শিল্প বহুমুখী সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং-৫৪/কক্স) ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।এতে কাসেম আলী সভাপতি এবং মোশারফ হোসেন দুলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।১৬ জুলাই সৈকতের লাবণি পয়েন্টে ট্যুরিষ্ট অফিস সংলগ্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়।
এবারের প্রতিদ্বন্দ্বী দুইটি প্যানেলে কাশেম আলী-দুলাল পরিষদ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
এতে নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ সভাপতি জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউনুস, সদস্য মোঃ আবু শামা, জয়নাল আবেদীন জুয়েল, আবদুস সালাম, মোহাম্মদ শরিফ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নোমান, আবদুল করিম ও মোঃ জাহাঙ্গীর আলম।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন কবির আহমদ। সদস্য ছিলেন তপন দাশ ও আজিজুল হক মঞ্জু।
ভোটগ্রহণ কর্মকর্তাসহ নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সভাপতি কাসেম আলী ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দুলাল এবং তারা সকলের সহযোগীতা কামনা করেছেন।