বিডি প্রতিবেদক :
“মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না”-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামী ২১ জুলাই সারা দেশে ২৬ হাজার গৃহের শুভ উদ্ভোধন ও মালিকানার দলিল হস্তান্তর করবেন। তৃতীয় পর্যায়ের এই আয়োজনে কক্সবাজার জেলায় ৩৮৫ টি গৃহ হস্তান্তর করা হবে।
আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস ব্রিফিং এ সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো মামুনুর রশীদ।
জেলা প্রশাসকের কাযার্লয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আমিন আল পারভেজ, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, আব্দুল কুদ্দুস রানা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম,চ্যানেল আই এর রির্পোটার সরওয়ার আজম মানিক,কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, আরটিভির সাইফুর রহিম শাহীন,আজকের পত্রিকার মাঈন উদ্দিন হাসান সাহেদ,দৈনিক যুগান্তরের শফি উল্লাহ শফি, সাউথ এশিয়ান টাইমসের ওয়াহিদুর রহমান রুবেল,দৈনিক কক্সবাজারের এম বেদারুল আলম ,মাইটিভির সাইফুল ইসলাম,সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।