বিডি প্রতিবেদক মহেশখালী :
আপনার পুলিশ আপনার পাশে “এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের মহেশখালীর কালামারছড়া ইউনিয়ন পরিষদে বিট পুলিশিংএর এক সভা অনুষ্ঠিত হয়েছে।১৯ জুলাই দুপুরে মহেশখালী থানার উদ্যোগে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে মহেশখালী থানার অফিসার ইনচার্জ, প্রণব চৌধুরীর সভাপতিত্বে বিট পুলিশিংএর সভায় প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, পিপিএম বলেন, পুলিশী সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্যই চালু হয়েছে বিট পুলিশিং ব্যবস্থা। এলাকায় অপরাধ মূলক কর্মকাণ্ড যেমন মাদক, চুরি-ডাকাতি দস্যুতা, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, জুয়া খেলা, সহ আরো অন্যান্য অপরাধ দমন করবে নিয়োজিত বিট পুলিশিং টিম। মানুষ কোন বিপদে পড়লে তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়াবে। যে সমস্ত মানুষ অপরাধের সম্মুখীন হয়ে থানা সদর বা জেলা সদরে যেতে পারে না বা ইচ্ছুক নন তাদেরকে প্রয়োজনীয় আইনি সহযোগিতা প্রদান সেই সঙ্গে অপরাধ সংশ্লিষ্ট জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় নিয়ে আসবে। এলাকায় শিশু- কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার বিষয়ে তিনি বলেন একটি শিশুকে সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমবয়সী দল তথা খেলার সঙ্গীদের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আরো দায়িত্বশীল ও যত্নবান হতে হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং কঠোর। সামাজিক অবস্থান/পরিচিতি যাই হোক না কেন অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না তিনি কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।
এখানে উপস্থিত ছিলেন মহেশখালী সার্কেলের এএসপি আবু তাহের ফারুকী, কালামারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ও উক্ত পরিষদের সদস্যবৃন্দ। কালামারছড়া ইউনিয়ন পরিষদ ও আশপাশ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিটিংয়ে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন তাদের এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতির বিষয়ে বক্তব্য তুলে ধরেন বিভিন্ন সমস্যার সমাধান প্রত্যাশা করেন।
প্রধান অতিথি তাদের কথা মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং এ ব্যাপারে তাদের সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
এর আগে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির ভিত্তি প্রস্তর স্থাপন ও বৃক্ষ রোপণ করেন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কক্সবাজারের মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান পিপিএম সেবা,।