বিডি প্রতিবেদক :
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ইউনিসেফ পার্টনারশীপ অন নিউট্রিশন প্রকল্পের আওতায় কক্সবাজারে উপকারভোগী নির্বাচন এবং মনিটরিং টুল ভ্যালিডেশন বিষয়ক এক কর্মশালা অনুষ্টিত হয়েছে।
স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো সায়েদুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ( হর্টিকালচার উইং) মো সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে কৃষি সম্প্রসারণ আধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, পরিচালক মুহাম্মদ এমদাদুল হক, অতিরিক্ত পরিচালক (প্রকল্প পরিচালক) আহসানুল হক চৌধুরী,ইউনিসেফ প্রতিনিধি করনবীর সিং বক্তব্য রাখেন। এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপ পরিচালক কবির হোসেন, কৃষি তথ্য সার্ভিস এর জেলা কর্মকর্তা লোকমান হাকিম সহ দিনব্যাপী কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,কৃষি তথ্য সার্ভিস ও প্রানীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ জেলা উপজেলার কৃষিকর্মকর্তাগণ অংশ নেয়।
কর্মশালায় খাদ্য নিরাপত্তা,পুষ্টি উপায়, জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়।