বিডি প্রতিবেদক চকরিয়া :
চকরিয়ায় দিন-দুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে ওবাইদুল হক সিফাত (২৫) নামের এক যুবককে অপহরণ করা হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে চিরিংগা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটেছে ঘটে।
অপহৃত-ওবাইদুল হক সিফাত(২৫) উপজেলার চিরিংগা ইউপির ৯ওয়ার্ডের চরন্দ্বীপ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
অপহৃতের পিতা-আনোয়ার হোসেন জানান,আমার ছেলে পেশায় একজন রিক্সার মেকানিক।তার সাথে কারো দ্বন্দ্ব থাকতে পারে না।তাই আমি মনে করি কোন কারণ ছাড়াই আমার ছেলেকে এলাকার কয়েকজন চিহৃিত ডাকাতেরা তুলে নিয়ে ফোনে মুক্তিপন দাবী করে।পরে খোঁজ নিয়ে জানা গেছে সওদাগর ঘোনায় ডাকাতদের আস্তনায় নিয়ে যায় সিফাতকে।সেখানে আমার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কাটা জখম করে হত্যার ভয় দেখায়।এমতাবস্থায় আমি থানায় খবর দিলে,তাৎক্ষণিক পুলিশ আসলে,পুলিশের সাথে সাধারণ জনতা আস্তনা ঘিরে আমার ছেলেকে গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।তবে উদ্ধারের খবর পেয়ে অপহৃতরা পালিয়ে যাওয়ায় কাউকে ধরতে পারেনি।
এবিষয়ে চিরিংগা ইউপির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিনের টাইমলাইন থেকে অপহৃত সিফাতের মায়ের একটি ভিডিও সাক্ষাৎকার পোষ্ট করেন।যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে পড়ে।
চকরিয়া থানার ওসি তদন্ত আব্দুল জব্বার বলেন,দিন-দুপুরে সিফাত নামের একজন যুবক অপহরণ করার খবর পায়।পরে পুলিশ জনতার সহযোগিতায় সিফাতকে উদ্ধার করেছে।উদ্ধারের পর তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।তার পরিবার থেকে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।