শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ারুল আজিম জোসেফের মৃত্যু ; প্রেসক্লাবের শোক প্রকাশ আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের জলখেলী উৎসব শুরু রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব নাঃ ড. খলিলুর রহমান পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু মহেশখালী-কক্সবাজার নৌপথে পরীক্ষামূলক ভাবে সি-ট্রাক চালু, চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়কারী নারী-পুরুষ গ্রেফতার চকরিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিং উদ্বোধন কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

খুটাখালীতে হাতি শাবকের মৃতদেহ উদ্ধার

নিউজ রুম / ৬৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে ২ বছর বয়সী হাতি শাবকের মৃতদেহ উদ্ধার করলো বন বিভাগ।
রবিবার(৯ অক্টোবর) রবিবার সকাল ৯টার উপজেলার খুটাখালী ইউপির ৬নং ওয়ার্ডস্হ ছুরুত্তামার ঘোনা নামক বনাঞ্চল থেকে মৃত দেহটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্ত শেষে মধুশিয়া বাগানে মাটিচাপা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান,প্রতিদিনের ন্যায় রবিবার সকালে রাখালেরা গরু নিয়ে ওই বনাঞ্চলে যাওয়ার পথে পাহাড়ের এক কোণায় ১টি হাতির শাবক পড়ে থাকতে দেখে তারা সংশ্লিষ্ট বন বিভাগকে খবর দেন।পরে ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাশের নেতৃত্বে বন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন হাতির শাবকটি মৃত অবস্হায় পড়ে আছে।

কিভাবে মারা গেল,বিষয়টি নিশ্চিত করতে ময়না তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ মুনতাকিম বিল্লাহ মাসুম ও সার্ফারী পার্কের আরেক সার্জনকে খবর দিলেন এসিএফ দীপন দাশ।তিনি জানান,ডাক্তারেরা ময়না তদন্তের কাজ শেষ করার,পরে আমাদেরক জানিয়েছেন, হাতি শাবকটির লিভারে ইনফেকশন হওয়ায় মারা গেছে বলে ধারণা করেছেন।এছাড়া মৃত হাতিটির ওজন প্রায় এক টনের মত হবে। দৈর্ঘ্য প্রায় ছয় ফুট।হয়তো দু’দিন আগেই হাতিটি মারা গেছে বলে নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন,ময়না তদন্তের রিপোর্টের প্রেক্ষিতে বলা যায়, হাতির মৃত শাবক অসুস্থ হয়ে মারা গেছে।কোন ধরণের আঘাত প্রাপ্ত হয়ে মারা যায়নি এটি নিশ্চিত বলে জানান এ একর্মকর্তা।
আজ রোববার বিকেলে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়না তদন্ত শেষে হাতি শাবকটি পুঁতে ফেলা হয়েছে৷ তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিলনা। মনে হচ্ছে দুই-তিন আগে এটির মৃত্যু হয়েছে।
ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. জুলকার নাইন বলেন, হাতি শাবকটির বয়স দুই থেকে আড়াই বছরের মতো হবে। লিভার ইনফেকশনে মৃত্যু হয়েছে। #


আরো বিভিন্ন বিভাগের খবর