এস এম হুমায়ুন কবির :
পুলিশ বাহিনীর সুনাম, খ্যাতি বারবার অক্ষুন্ন রাখতে বিরল দৃষ্টান্ত রাখছে কক্সবাজারের পেকুয়া থানার অফিসার ইনচার্জ ও চৌকস পুলিশ ইন্সপেক্টর ফরহাদ আলি।
চট্টগ্রাম ফতেরাবাদ এলাকার বাসিন্দা ও আশা এনজিও কর্মকর্তা প্রমীর বিশ্বাস গত সপ্তাহে ২৬ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন হারিয়েছেন। মাত্র ৭ দিনের ব্যবধানে পেকুয়া থানার চৌকস পুলিশ ইন্সপেক্টর ফরহাদ আলির আন্তরিক তৎপরতায় ১০ অক্টোবর মোবাইল টি উদ্ধার করেন মোবাইলের আসল মালিক প্রমীর বিশ্বাসের হাতে তুলে দেন।
হারানো মোবাইল পেয়ে প্রমীর বিশ্বাস খুশিতে আত্নহারাএবং প্রমীর বিশ্বাস বাংলাদেশ পুলিশ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ ফরহাদ আলি এ প্রতিবেদক কে জানান, জনগনের জানমালের নিরাপত্তার দায়িত্ব পুলিশ বাহিনীর। চ্যালেন্জিং পেশায় আত্মনিয়োগ করে রাষ্ট্র ও জনগনের কল্যাণে আমরণ সততার সাথে দায়িত্ব পালন করে যেতে চাই।