শিরোনাম :
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ওয়ান শুটার গান, চায়না রাইফেলের গুলি ও গ্রেনেড উদ্ধার সাবেক এমপি জাফর, সালাহউদ্দিন সিআইপিসহ ৭৩৬ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় ২ মামলা আলীকদম থে‌কে ৮১‌রো‌হিঙ্গা‌কে আট‌কের পর বি‌জি‌বির কা‌ছে হস্তান্তর চকরিয়ায় বনাঞ্চলের ভিতরে থেকে অজ্ঞাত লাশ উদ্ধার চকরিয়ায় দুই বেকারি-সহ ম্যানেজারদেরকে এক লাখ টাকা জরিমানা পেকুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ ও অর্থ সহায়তা প্রদান নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি সাগরে অপহ্নত কুতুবদিয়া দ্বীপের ১৯ জেলে ৫ দিন পর বাড়ি ফিরেছে উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে গ্রেনেড উদ্ধার পুলিশের লুট হওয়া ৬৭ তাজা কার্তুজ পাহাড়ের পাদদেশে উদ্ধার

পুলিশের ভ্যান থেকে পালিয়েছে রোহিঙ্গা আসামি

নিউজ রুম / ১৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক
কক্সবাজারে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রিজনভ্যান থেকে পালিয়েছে এক আসামি। পালিয়ে যাওয়া ওই আসামি রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বিকেলে ১২ জন আসামি উখিয়া থেকে প্রিজনভ্যানে করে আদালতে পাঠানো হয়৷ সেখানে এক নারী আসামিও ছিল। পথিমধ্যে রামু সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এসময় প্রিজনভ্যানের তালা খুলে পলিথিন দিতে গেলে সেই সুযোগে এক আসামি পালিয়ে যায়।

কক্সবাজারের পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম, জানান, তাৎক্ষণিক ভাবে পালিয়ে যাওয়া আসামির নাম পাওয়া যায়নি। তবে তিনি রোহিঙ্গা। তাকে গ্রেপ্তার করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। পাশাপাশি প্রিজনভ্যানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর