নবনির্বাচিত কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মোজাম্মেল হকের সুযোগ্য সন্তান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক শাহিনুল হক মার্শালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার চায়নিজ উশু একাডেমি নেতৃবৃন্দ।
রোববার ২৩ অক্টোবর ২০২২ বিমানবন্দর সড়কের ‘হক শণে’ ফুলেল শুভেচ্ছা বিনিময় পূর্বক আয়োজিত সাক্ষাৎ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল কক্সবাজার চায়নিজ উশু একাডেমির প্রশংসা করেন। একাডেমির কল্যাণে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় একাডেমির পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সিনিয়র প্রশিক্ষক ও কক্সবাজার চায়নিজ উশু একাডেমির পরিচালক মোঃ ছিদ্দিকুল ইসলাম, একাডেমির সাধারণ সম্পাদক মোঃ সেলিম, অভিভাবক সূচন্দা বড়ুয়া, নাসিমা বেগম, শেফায়েতুন নাহার, খেলোয়াড় ইরফান, তালিব, তন্নি, নিহা ও বৈশাখী প্রমুখ।