বিডি প্রতিবেদক :
কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র ,শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই স্লোগানে কক্সবাজারের নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ফোরামের ব্যানারে সদর থানা প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালী।
পরে পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন র্যাব-১৫ এর অধিনায়ক লে. খাইরুল ইসলাম সরকার, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম,
কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর সালাহউদ্দিন সেতু, ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট সৈয়দ রেজাউর রহমান।
পরে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবদান রাখায়, জেলা কমিউনিটি পুলিশের সদস্য কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখিকে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর পক্ষ থেকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।