শিরোনাম :
দেশের সবচেয়ে বৃহত্তম প্রতিমা বিসর্জন কক্সবাজার সৈকতে পেকুয়ায় নিহত স্কুল শিক্ষক আরিফের জানাজায় শোকার্ত মানুষের ঢল পেকুয়ায় নিখোঁজের ১৪ দিন পর স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফ এর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ মিয়ানমারের নৌ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত আহত জেলেদের ফেরত আনা নিয়ে যেসব তথ্য জানালেন কোস্টগার্ড বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও দুর্গাপূজায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান যৌথ বাহিনীর হাতে গ্রেফতার মিয়ানমারের চেয়ে ভালোভাবে পূজা করতে পারছে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গা হিন্দুরা পরিবেশ সম্মত আধুনিক পর্যটন শিল্প গঠন করে কক্সবাজারকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে-তাহলে বিদেশী পর্যটকরা ভ্রমনে আসবে পেকুয়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপে সর্তক অবস্থানে র‍্যাব,আইনশৃঙ্খলা সুমন্নত রাখা হবে : এ এসপি র‍্যাব ১৫ মহেশখালী ঘাটের অনিয়ম বন্ধ ও সোনাদিয়া ইকো ট্যুরিজম প্রকল্প বাতিলের দাবি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত এবং পাঁচজন আহত

কমিউনিটি পুলিশিং জনগণের সাথে সেতু বন্ধনে কাজ করে

নিউজ রুম / ২০ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চিরিংগা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে অনুষ্টিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এই দিনকে ঘিরে আয়োজন করা হয়েছে র‌্যালী ও আলোচনা সভার। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশ স্টেশনে এই আয়োজন করা হয়।
চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভুইয়ার সভাপতিত্বে র‌্যালী পরবর্তী আলোচনা অনুষ্টিত হয়। র‌্যালীটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চিরিংগা হাইওয়ে থানায় গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় মিলিত হন।
সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং মুলত জনগণের সাথে পুলিশের সেতু বন্ধন তৈরী করে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে যেকোন সমস্যার সমাধান সম্ভব। কমিউনিটি পুলিশিং ট্র্যাডিশনাল পুলিশিংয়ের চেয়েও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাই কমিউনিটি পুলিশিং কে আরও সক্রিয় করে সমাজ থেকে সবধরনের অপরাধ নির্মূলে কাজ করতে হবে।
চিরিংগা হাইওয়ে থানার অপারেশর অফিসার (এসআই) খোকন কান্তি রুদ্রের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, চিরিংগা হাইওয়ে থানার কমিউনিটি পুলিশের সভাপতি মো.বেলাল উদ্দিন,আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জহির আহমদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন-সম্পাদক কামাল আজাদ, রিপোর্টাস ইউনিটি চকরিয়া শাখার সভাপতি মুকুল কান্তি দাশ, আনন্দ টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি মো.সেলিম উদ্দিন, পেকুয়া-মগনামা শমিক সংঘটনের সম্পাদক মো.আবু মুসা, লামা-আলীকদম শ্রমিক সংঘটনের সম্পাদক মো.রফিক উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মো.আলমগীর প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর