মুকুল কান্তি দাশ,চকরিয়া:
হঠাৎ করে বেড়ে গেছে চুরি, ছিনতাই, মারামারিসহ নানা অপরাধ। এসব অপরাধ দমন করতে অভিযান শুরু করেছে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত এই ধরনের ৩৭ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় চকরিয়া থানা একাধিক পুলিশ টিম।
চকরিয়া থানার অপারেশর অফিসার (এসআই ) রাজিব সরকার বলেন, পুলিশের বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় রবিবার থেকে সোমবার ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে চকরিয়া-পেকুয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) তফিকুল আলম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। এসব অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত, সাজা পরোয়ানাভুক্ত পলাতক ৩৭ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের সোমবার দুপুরে আদালতের পাঠানো হয়েছে।###