গভীর রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কয়েকটি চৌকস টিম থানা এলাকা সহ খুরশকুল, চৌফলদণ্ডী, ভারুয়াখালী, পিএম খালী, ঝিলংঝা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ২৭ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও নিয়মিত মামলার ০৫জন ও অন্যান্য অপরাধে ০২জন সহ সর্বমোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।