জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ কার্যালয়ের সম্প্রসারিত নব-নির্মিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সকাল পৌঁনে এগারোটায় ফিতা কাটার পরে শান্তির পায়রা কবুতর উড়িয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে ভবনটির শুভ উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম এম.এ।
এরপর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভাটি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিমের সভাপতিত্বে,উপজেলা প্রকৌশলী সাফায়ত ফারুকের সঞ্চালনায়,প্রথমে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম এমএ।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন
কক্সবাজার জেলার প্রধান নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা (এলজিইডি) মোঃ আনিসুর রহমান,চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাতুজ্জামান,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু মুছা,পৌর আ’লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু থানা কমিউনিটি পুলিশের সভাপতি ও সুরাজপুর-মানিকপুর ইউপির চেয়ারম্যান আজিমুল হক আজিম প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী,উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী,কর্মরত সাংবাদিকগণরা উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন,উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম শিবলী নোমান।মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।