জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার বর্ণাঢ্য র্যালী শেষে,মোহনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভাটি উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালয়,প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম এমএ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতির সভাপতি শারমিন জন্নাত ফেন্সি, চকরিয়া প্রবাসী একতা সমিতির সভাপতি মুবিনুল ইসলাম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমবায়ী জনতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন,দেশের সর্বস্তরের কাছে সমবায়ের গুরুত্ব পৌঁছিয়ে দেওয়ার লক্ষে প্রতিবছর জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম উন্নয়ন দর্শন ছিল সমবায়।যার আর্থ- সামাজিক উন্নয়নের একটি পরীক্ষিত পদ্ধতি। সমবায়ের এই গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশের সংবিধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে মালিকানার ২য় খাত হিসাবে নির্ধারণ করেছিলেন।এই ধারাবাহিকতায় এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ যা অত্যন্ত সময়োপযোগী। এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর জাতীয় সমবায় দিবস আমরা উদযাপন করে যাচ্ছি।