শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা বাসীর প্রতি উপজেলা নির্বাহী অফিসাারের অনুরোধ এলাকাবাসীকে কাঁদিয়ে বিদায় নিলেন সচিব মোজাহেরঃবরণ করলো সালাহউদ্দিনকে চকরিয়ায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত খুটাখালীতে স্যালু মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলনঃধসে পড়ার মূখে বেড়িবাঁধ চকরিয়ায় চিকিৎসাধীন অবস্থায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু কক্সবাজারে প্রতি হাজারে ২২ জন প্রতিবন্ধি নতুন বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে-হামিদ আযাদ আগ্নেয়াস্ত্র সহ দুই যুবক আটক পর্যটক সাজা দুই অস্ত্র ব্যবসায়ীর কাঁধে থাকা স্কুল ব্যাগ থেকে ৪ টি অস্ত্র ওগুলি উদ্ধার কক্সবাজারে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার, পরিদর্শনে বাফুফে টিম

চকরিয়ায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

নিউজ রুম / ৩০ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনায়’ এই সভা অনুষ্টিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানের সভাপতিত্বে এবং সহকারি কমিশনার (ভুমি) রাহাত উজ্জ জামানের সঞ্চালনায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন- চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, মহিলা ভাইস-চেয়ারম্যান জেসি চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।
সভায় বক্তারা, উপজেলায় গরু চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকের ব্যবসা এবং ইভটিজিংসহ নানা অপরাধমুলক বিষয়ের উপর বক্তব্য রাখেন। এছাড়াও পৌরশহরকে যানজটমুক্ত এবং ছিনতাইকারীদের সনাক্ত করতে সিসি ক্যামরা বসানোর উদ্যাগের কথাও বলেন। উপজেলার আইন-শৃঙ্খলা যাতে শান্তিপূর্ণ এবং নিরাপদ থাকে সেজন্য সকলের সহযোগিতা কথাও বলেন ওসি।
এছাড়াও মায়ারমার থেকে অবৈধভাবে বাংলদেশে অনুপ্রবেশ করা গরুর বিষয়ে অবহিত করেন বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান। এজন্য কাকারায় একটি চেকপোষ্ট বসানোরও জোর দাবি জানান স্থানীয় চেয়ারম্যানরা। এসময় বক্তারা ছিনতাইকারী, মাদককারবারীদের আটকের পর ছাড়িয়ে নিতে তদবির না করার জন্য অনুরোধ জানান বক্তারা।
সভায় আরও বক্তব্য রাখেন- চিরিংগা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিন, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মুকুল কান্তি দাশ, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম, কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, কোণাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, চিরিংগা ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী, বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান মঞ্জরুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর